বেলা ফুরাবার আগে বইটি একবার হলেও কেন পড়বেন।

বেলা ফুরাবার আগে বইটি একবার হলেও কেন পড়বেন।

আমাদের জীবন আসলে কি আমাদের নিয়ন্ত্রণে?  পথ চলতে চলতে হঠাৎ একদিন দেখা যাবে যে আসর এর শেষ আর মাগরিব এর ওয়াক্ত প্রায় চলে এসেছে। এইতো খুব কাছেই সে প্রহর, যখন জীবন নামের এই সূর্যটা অস্তমিত হবে আর শেষ হবে এই জীবনের সকল কিচ্ছা। 


°° বেলা ফুরাবার আগে °° বইটি আপনি কেন পড়বেন, বা কেন পড়া উচিৎ?  


শুধুমাত্র মুসলিম নয় গোটা বিশ্বে যা ধর্ম রয়েছে, সকল ধর্মের মানুষের একটি জায়গায় একই মতামত বা বিশ্বাস আর সেটি হলো মৃত্যু। এ জগতে যারাই জন্মেছে সকলেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে।


জীবনে চলার পথে আমরা নানাভাবে অন্যায় অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে জীবনের আসল অর্থ ভুলে অনেক দূরে চলে যাই,  বর্তমানে আমাদের যুব সমাজ এগিয়েছে এক ভয়ংকর ভবিষ্যতের দিকে, যা ইসলাম থেকে কতটা দূরে তা আন্দাজ করাই মুশকিল। হারাম সম্পর্ক, হারাম উপার্জন,  হারাম ভক্ষণ,  চারদিকে শুধু হারাম আর হারাম।  


এতোকিছুর পরেও আমাদের হৃদয় কোনে একটি ভয় কাজ করে,  মন বলে যে আমাদের ফিরে  আসতে হবে রবের দিকে। হারাম থেকে নিজেকে হেফাজত করতে হবে। হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে। 

°° বেলা ফুরাবার আগে °° বইটি আপনাকে নশ্বর এ জগতের মায়াজাল থেকে নিজেকে বাচিয়ে রবের দিকে ফিরে আসতে সাহায্য করবে। 


আপনি এই বইটি পড়লে কি - কি স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারবেন। 


★ ভালো এবং মন্দ এই দুই দিক সম্পর্কে আমরা সকলেই জ্ঞাত, তঁবে এই বই থেকে আপনি ভালো মন্দের নতুন অর্থবহ আলোচনা পাবেন। 


★ আপনি চান আপনি দ্বীনের দিকে ফিরে আসবেন, প্রতিদিন ইচ্ছা রেখেই ঘুমান যে আজ ফজরে উঠবেন কিন্তু শেষমেশ হয়ে ওঠে না,  এই বই আপনাকে সেই সকল বাধা- প্রতিকূলতা থেকে নিজেকে বাচিয়ে রবের দরবারে ফেরার অসাধারণ কৌশল শেখাবে। 


(আপনার দ্বীনের পথে ফেরার সকল বাধার অবসান হোক)। 


★ হারাম রিলেশনশিপ, নেশারঝোঁক,  হারাম উপার্জন সহ অসংখ্য অগণিত অন্যায় অপকর্মের জর্জরিত আমাদের এই যুব-সমাজ আজ দিশেহারা, ধীরে ধীরে এরা এগিয়ে যাচ্ছে জাহান্নামের অন্ধকার পথে। 

সে ভুল পথ থেকে ফিরিয়ে সঠিক পথের সন্ধান খুঁজে দেয়ার জন্যেই বইটির জন্ম। 


প্রধাণত চারটি বিষয় পাবেন এই বইটিতে।  


° বইটিতে রয়েছে নিজেকে নতুনভাবে আবিস্কারের আয়না। 

° কোরআন ও হাদিসের আলোকে ১৬ টি অসাধারণ পন্থা বা পদ্ধতি, যা দ্বারা অনুপ্রেরণা পাবেন। 

° বিলাসিতার বা আনন্দ উল্লাসের আসল পরিচয় ও এর ক্ষতিকারক দিক। 

° এবাদত করতে বা দ্বীনের পথে ফিরতে যে সকল বাধা আসে সেগুলো থেকে পরিত্রাণের উপায়। 



বইটি যারা ইতিমধ্যে পড়েছেন তাদের থেকে পাওয়া অসংখ্য অগণিত ভালো ফিডব্যাক রয়েছে,  যারাই এই বইটি পড়েন তারাই বইটির প্রেমে জড়িয়ে যান। 


বইটি যে কারো ভালো লাগার কিছু কারণ রয়েছে।  



° সহজ ও সাবলীলভাবে লেখা।

° কোরআন ও হাদিসের আলোকে লেখা।

° সাধুভাষা অনুসরণ ও বইটির প্রমিত বানানরীতি। 



বইঃ বেলা ফুরাবার আগে। 

লেখকঃ আরিফ আজাদ। 

প্রথম প্রকাশঃ একুশে গ্রন্থমেলা ২০২০

প্রকাশনীঃ সমকালীন প্রকাশন।


Next Post
No Comment
Add Comment
comment url